কাঁকসায় এক বন্ধ‌ বেসরকারি কারখানার আবাসনে রহস্যজনক ভাবে উদ্ধার দুই কর্মীর মৃতদেহ

গনেশ চক্রবর্তী,দুর্গাপুর :  দুই কর্মীর মৃতদেহ উদ্ধার হলো এক বেসরকারি বন্ধ কারখানার আবাসন থেকে। জানা গেছে এই দুই কর্মী ভিন রাজ্যের বাসিন্দা ।এই দুই কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে  রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কাঁকসার বামুনাড়া ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। কর্মীদের নাম  একজনের ত্রিভূবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা।  দুই জনই  উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।এই ৮ ই  জানুয়ারি থেকে কারখানাটি  বন্ধ ছিল। দুই কর্মী  কারখানার ভেতরেই থাকতো আবাসনে, রবিবার সকালে অন্য কর্মীরা আবাসনের দরজা না বন্ধ দেখেন এবং ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙ্গেন।দেখেন বিছানায় পড়ে রয়েছে ত্রিভূবন এবং জ্ঞানী। সঙ্গে সঙ্গে তারা কাঁকসা থানার পুলিশকে খবর দেন বলে জানা গেছে।পুলিশ এসে মৃতদেহ দুটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তর জন্য নিয়ে যায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।এই ঘটনায় ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।কারখানায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।বন্ধ ঘরে দুই কর্মী প্রয়োজনে আগুন জ্বালানোয় ধোঁয়ায় শ্বাস নিতে না পারায় সম্ভবত মৃত্যু হয়ে থাকতে পারে দুই কর্মীর। রহস্যে উন্মোচন করতে বিভিন্ন কারনের সূত্র ধরে পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

error: Content is protected !!