নীলাঞ্জনা ঠাকুর,দুর্গাপুর : ট্রেলার থেকে লোহার স্ট্রাকচার ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য । এই ঘটনায় আহত হন সমীর গরাই নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার বাঁশকোপায়। জানা গেছে সমীর গরাই দুর্গাপুরের ধুনরা প্লটের বাসিন্দা। তিনি সেলসম্যানের কাজ করেন। সমীরের বন্ধু আনন্দ মণ্ডল বলেন,”আমি সমীরের দুর্ঘটনার খবর পেয়ে এখানে আসি। সমীর এই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই একটি ট্রেলারে থাকা লোহার স্ট্রাকচার ছিটকে পড়ে। সমীরের পায়ে গুরুতর হাত লেগেছে। পুলিশ উদ্ধার করে তাকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।