তুহিন কাশ্যপ, দুর্গাপুর : মকর সংক্রান্তির দিনে অজয় নদে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই কিশোর। দুর্গাপুরের ফরিদ পুরের চাষী পাড়ার টালিগঞ্জের বাসিন্দা দুই কিশোর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা মহকুমা প্রশাসনের বিরুদ্ধে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন। এরপর ১৯ ঘন্টা পর উদ্ধার হয় জয়দেবের অজয় নদ থেকে রাহুল রায়ের মৃতদেহ। জানা গেছে মৃত দুই কিশোরের নাম রাহুল রয় ও শুভ মন্ডল।১৯ ঘন্টা পর মহকুমা প্রশাসন ডুবুরি নামিয়ে উদ্ধার করে অজয় নদ থেকে রাহুল রায়ের মৃতদেহ।নিখোঁজ শুভম মন্ডলের খোঁজে পুলিশ প্রশাসন ও উদ্ধারকারী দল জোর তল্লাশি শুরু করে।