বিজেপি নেত্রীর ম্যারেজ হলের হাইড্রেন নিয়ে ব্যাপক গন্ডগোল

নীলাঞ্জনা ঠাকুর , দুর্গাপুর : দুর্গাপুরের ২৪ নং ওয়ার্ডের সুকান্ত পল্লীতে বিজেপি নেত্রী মনীষা শিকদারের একটি ম্যারেজ হল রয়েছে। সেই ম্যারেজ হলের একটি হাইড্রেন নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।চড়লো রাজনৈতিক রং। স্থানীয় সূত্রে জানা গেছে যে ম্যারেজ হলের মধ্য দিয়ে গেছে এলাকার একটি হাইড্রেন। ওই হাইড্রেনের ওপর নির্মান কার্য্য করছিলেন বিজেপি নেত্রী। স্থানীয় তৃণমূল কর্মীরা তাতে বাধা দেয় ও কাজ বন্ধ করে দেয়। খবর পেয়ে দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা  ঘটনাস্থল পরিদর্শন করেন ও বিজেপি নেত্রীকে যাবতীয় কাগজ পত্র নিয়ে দেখা করতে বলেন। এই ইস্যুকে ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেত্রী মনীষা সিকদারের অভিযোগ, জায়গা তার, টাকা দিয়ে জমি কিনেছেন, বিজেপি করার জন্যই হেনস্থার শিকার তিনি ।

error: Content is protected !!