অবশেষে হাতির দেখা মিললো,রাতেই দুর্গাপুর থেকে বাঁকুড়া পাঠানোর জোর তৎপরতা বন বিভাগের

তুহিন কাশ্যপ দুর্গাপুর : বুধবার রাতে দামোদর নদ পেরিয়ে রাজবাঁধে ঢোকে দুটি দাঁতাল। এরপরেই বৃহস্পতিবার কাকভোরে কাঁকসার গোপালপুরের নাকড়াকোঁন্দা এলাকায় ঢুকে পড়ে হাতি দুটি।বুনো হাতি দুটিকে চোখের সামনে দেখে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । খবর পেয়ে বন বিভাগের জোর তৎপরতা শুরু হয়।মাইকিং করে এলাকায় জানান দেওয়া হয় হাতি দুটি উপস্থিতির কথা। জঙ্গলে যেতে নিষেধ করা হয় গ্রামবাসীদের। পূর্ব বর্ধমানের ডিএফও সঞ্চিতা শর্মা বলেন বুধবার রাতে বাঁকুড়ার জঙ্গল থেকে দামোদর পেরিয়ে হাতি দুটি এসেছে কাঁকসা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সারাদিন হাতি দুটি জঙ্গলে লুকিয়ে থাকে।সেভাবে বাড়ির উঠোনে ঢুকলেও পুঁই গাছের মাচা ভাঙ্গা ছাড়া বড়সড় ক্ষয়ক্ষতি করেনি হাতি দুটি।মাঠে যেহেতু ধানগাছ ফসল ছিল না,তাই সেরকম মাঠেও ক্ষতি হয়নি। ডিএফ ও সঞ্চিতা শর্মা বলেন বাঁকুড়া থেকে পারদর্শী পাঁচটি হুলা পার্টি কে আনা হয়েছে। সন্ধ্যা নামলেই হাতি দুটিকে দামোদর পার করে‌ ফের বাঁকুড়ার জঙ্গলে পাঠানো হবে সেই প্রস্ততি চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অবশেষে হাতি দুটিকে ফের রাজবাঁধ দামোদর পার করে বাঁকুড়ার জঙ্গলে পাঠানোর জোর তৎপরতা শুরু হয়।

error: Content is protected !!