রেলের উচ্ছেদে বাধা দুর্গাপুরে, ব্যাপক উত্তেজনা এলাকায়

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর :  রেলের জমি  থেকে উচ্ছেদ করতে গেলে ব্যাপক গন্ডগোল সৃষ্টি হয় দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায়।রেলের জমিতে বসবাসকারীরা রেলের আধিকারিকদের ঘিরে ধরে ব্যপক বিক্ষোভ দেখায়। উচ্ছেদ করার জন্য আনা জেসিবি মেশিন আটকে দিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। জানা গেছে ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত রেলের ফ্রেড করিডরের কাজ শুরু হয়েছে,সেই সঙ্গে দুর্গাপুরের আম্বেদকর কলোনি থেকে শুরু করে বেশ কিছু জায়গায় রেলের উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার রেলের কর্ম কর্তারা  স্টেশন সংলগ্ন আম্বেদকর কলোনিতে বুলডোজার নিয়ে গেলে স্থানীয় মানুষ বাধা দেয়। আটকে দেয়   ভাঙাভাঙ্গির কাজ ।  প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল দলবল রেল কর্মকর্তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং বিশ্বনাথ পাড়িয়াল বাঁধা দেয় উচ্ছেদ অভিযানে।এই বিষয়ে বিশ্বনাথ পাড়িয়াল বলেন দীর্ঘদিন ধরে এই জমিতে যারা বসবাস করছেন  তাদের না বলে হঠাৎ উচ্ছেদ অভিযান করলে এই রকম ই তো হবে।যাদের বাড়ি ঘর ভাঙতে আসা হয়েছে তারা তো বাড়ি ঘর ভাঙতে দেবে না।

error: Content is protected !!