তৃণমূল কংগ্রেস নেতা বিপ্লব বিশ্বাসের বিরুদ্ধে পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

গনেশ চক্রবর্তী দুর্গাপুর : দুর্গাপুর নগর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে অন্তর্গত বেনাচিতি জলখাবার গলিতে একটি পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠলো দুর্গাপুরের ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি  বিপ্লব বিশ্বাসের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সোমবার সকালে। স্থানীয় মানুষের অভিযোগ বিপ্লব বিশ্বাস  এই পুকুরের মাছ চাষের টেন্ডার না পেয়ে পুকুরে বিষ ঢেলে দিয়েছে। যদিও অভিযুক্ত বিপ্লব বিশ্বাস তার বিরুদ্ধে পুকুরে বিষ ঢালার অভিযোগ অস্বীকার করে বেশ চড়া সুরে বলেন কে আমার বিরুদ্ধে অভিযোগ করছে তার নাম বলুন।  বিপ্লবের দাবি এই এলাকায় একজন ও  আমার বিরুদ্ধে অভিযোগ করছে না। উপস্থিত সাংবাদিকদের বিপ্লব বিশ্বাস বলেন আমার বিরুদ্ধে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করেছে কি !তার আগে নামটা বলুন আপনারা। বিপ্লব বিশ্বাস বলেন আমি এই সব অভিযোগ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন রয়েছে বলে মনে করি না। বিপ্লব বলেন আগে তদন্ত করে দেখতে হবে কেন মাছ গুলো মরে গেলো।সেটা বিষের জন্য  না পুকুরের ধারে হোটেলের নোংরা জল‌ পড়ে হয়েছে। তদন্ত হোক আমি সেটাই জানতে চাইছি।স্থানীয় সূত্রে জানা গেছে দুর্গাপুর নগর নিগমের অধীনের জল খাবার গলির এই পুকুরে টেন্ডার পেয়ে বিপ্লব বিশ্বাস অনেক দিন থেকেই মাছ  চাষ করে আসছেন। পুরসভার নিয়মমতো‌ টেন্ডার শেষ হয়ে যাওয়ার পর পুকুরের সমস্ত মাছ তুলে নিয়ে নতুন করে টেন্ডার হয়। এবং নুতন টেন্ডার টি পান ভোলা ভগত নামে এক বেনাচিতি বাজারের এক স্থানীয় ব্যবসায়ী । এরমধ্যে সোমবার সকালে স্থানীয় মানুষ দেখতে পান পুকুরে মাছ সাপ সব মরে ভাসছে জলে। স্থানীয় মানুষের একমাত্র ব্যবহার করার পুকুর এটি।তারাও আতঙ্কিত হয়ে পড়েন। কে বা কারা এই পুকুরে বিষ ঢেলে দিলো। স্থানীয় অনেক ব্যবসায়ীর অভিযোগ পুকুরে নুতন টেন্ডার টি যেহেতু ভোলা ভকৎ পেয়েছেন। এবং তৃণমূল কংগ্রেস নেতা বিপ্লব বিশ্বাস  টেন্ডার টি পাননি।তাই পুকুরে রাগে বদলা নিতে পুকুরে বিষ ঢেলে দিয়েছেন বিপ্লব বিশ্বাস। এরজন্য পুকুরের সমস্ত মাছ সাপ সব মরে ভাসছে। পুকুরে বিষ প্রয়োগ করায় পুকুরে কচিকাঁচা থেকে স্থানীয় বড়দের পুকুরে নামা, স্নান করা সব কিছুই এই মুহূর্তে বেশ বিপদজনক বলে স্থানীয় মানুষের দাবি। স্থানীয় মানুষ এই ঘটনার জন্য আসল দোষীর চরম শাস্তির দাবি জানান। দুর্গাপুরের বিরোধী দলের নেতাকর্মী বলেন এটাই তৃণমূল কংগ্রেসের কালচার।দুর্গাপুর নগর নিগমের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন নগর নিগমের আধিকারিকরা।যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃনমূল কংগ্রেস নেতা বিপ্লব বিশ্বাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।তিনি কি বললেন শুনুন সরাসরি…..

 

 

error: Content is protected !!