গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : দুর্গাপুরের বিধান নগরের মহকুমা হাসপাতালের ঠিক পাশেই রয়েছে বিধান নগর জোনাল মার্কেট। স্থানীয় মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের উদ্দেশ্যে তৈরি হয়েছিল একসময় এই মার্কেট টি। কিন্তু এই মার্কেট টি বর্তমানে অবহেলার শিকার বলে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ। নেই দীর্ঘদিন ধরে কোন সংস্কার। মার্কেটে ঢুকলেই দেখা যায় বিভিন্ন স্থানে নোংরা আর্বজনার স্তূপ। নিকাশি নালা নোংরা আর্বজনা ভর্তি। ডেঙ্গির আঁতুড় ঘর। দূর্গন্ধে মম করছে গোটা মার্কেট এলাকা।এই মার্কেটের আবার এক চেম্বারে আবার শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ও বসেন । সেখানে প্রতিদিন বহু শিশু চিকিৎসার জন্য আসে। জোনাল মার্কেটের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে শিশুদের অভিভাবকরাও ক্ষোভের কথা জানান। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ বার বার বলেও জোনাল মার্কেট টি পরিষ্কারের কোন উদ্যোগ নেয়নি দুর্গাপুর পুরসভা।স্থানীয় প্রাক্তন কাউন্সিলর দীপেন মাজি ও চরম উদাসীন বিধান নগর জোনাল মার্কেট টি নিয়ে।বার বার বলা সত্ত্বেও কোন কর্নপাত করেননি তিনি জোনাল মার্কেট পরিষ্কার করতে।অথচ প্রাক্তন কাউন্সিলর দীপেন মাজি ভোটের সময় সবার আগে হাজির হন এই জোনাল মার্কেটে ব্যবসায়ীদের কাছে ভোট চাইতে। জোনাল মার্কেটে আসা স্থানীয় ক্রেতারা বলেন এটা তো স্থানীয় কাউন্সিলরের ডিউটি স্থানীয় মার্কেট টি পরিষ্কার রাখা। অথচ নিয়মিত টাকা কালেকশন করা হয় মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে।এই বিষয়ে দুর্গাপুর পুরসভার ২৬ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাজির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার কাছে বিধান নগরের জোনাল মার্কেটের কোন ব্যবসায়ী আজ পর্যন্ত মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন করার আবেদন করেননি। এমনকি একটা ফোন করেও কেউ বলে নি মার্কেট পরিষ্কার রাখতে। দীপেন মাজিকে পাল্টা প্রশ্ন প্রতিনিধির এটা তো আপনাকে আলাদা করে বলার কিছু নেই দীপেন বাবু,এটা আপনার কাউন্সিলর হিসেবে প্রধান কাজ স্থানীয় মানুষের দাবি মতো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ।এই প্রশ্নের উত্তরে দীপেন মাজি বলেন আমি একটু অসুস্থ রয়েছি এখন।তাও আমি নিউজ বাংলা ডিজিটালের প্রতিনিধির মুখ থেকে এই শুনলাম জোনাল মার্কেট অপরিষ্কার নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ। দীপেন মাজি বলেন আমি অতি অবশ্যই যত শীঘ্র সম্ভব বিধান নগর জোনাল মার্কেট টি পরিষ্কারের যথাযথ উদ্যোগ নেবো।