তুহিন কাশ্যপ, দুর্গাপুর : ট্রাফিক পুলিশের কড়া চেকিংএ অতিষ্ট স্থানীয় ব্যবসায়ীরা।অভিযোগ ট্রাফিকের কড়া চেকিং এর দাপটে দোকানে ক্রেতারা আসছেন না।ফলে ব্যবসা লাটে উঠেছে ব্যবসায়ীদের। বৃহস্পতিবার ট্রাফিক পুলিশের বিরুদ্ধে এই অভিযোগে দুর্গাপুরের ভকৎ সিং মোড়ে চেকপোষ্টের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ী হেমন্ত ঘোষের অভিযোগ,” রোজ ভকৎ সিং এলাকায় কড়া ট্রাফিক চেকিং করছে ট্রাফিক পুলিশ।এলাকায় স্থানীয় মানুষ যারা আছেন তারা দোকানে জিনিস কিনতে আসছেন তাদের কাছ থেকে নানা অজুহাতে জোর করে ফাইন নেওয়া হচ্ছে।ফলে ভয়ে স্থানীয় মানুষ দোকানে জিনিস কিনতে আসছেন না।ভয় পাচ্ছেন। আমাদের ব্যবসা পাতি বন্ধ হতে বসেছে।আমরা ব্যবসার স্বার্থে আমরা এই প্রতিবাদ করছি। পাঁচ টাকার জিনিস কিনতে এসে ৫০০ টাকা ফাইন দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে ক্রেতাদের। স্থানীয় ব্যবসায়ীদের দাবি সপ্তাহে একদিন চেকিং করুক ট্রাফিক পুলিশ এই এলাকায়।রোজ নয়। দুর্গাপুরের ট্রাফিক পুলিশের এসিপি রাজ কুমার মালাকার স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে বলেন এই অভিযোগ সত্য নয়।আমরা কাউকে জোর করে ফাইন করছি না ভকৎ সিং এলাকায়। ট্রাফিক পুলিশ রুটিন মাফিক চেকিং করছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্ঘটনা রুখতে এই রুটিন ট্রাফিক চেকিং এখন চলছে এবং আগামী দিনে ও চলবে বলে জানিয়েছেন দুর্গাপুরের সাব ট্রাফিক গার্ডের এই কর্মকর্তা।