স্বামীকে নৃশংস ভাবে খুন, স্ত্রী ও স্ত্রীর দিদির যাবজ্জীবন কারাদণ্ড

আদালত সংবাদ দাতা, দুর্গাপুর : স্বামীকে ‌ নৃশংস ভাবে খুন করার অপরাধে স্ত্রী ও স্ত্রীর দিদিকে  দোষী সাব্যস্ত করলো দুর্গাপুর মহকুমা আদালত। বিচারক দোষীদের যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন।  জানা গেছে বিজড়ার বাসিন্দা জানে আলমের ২০২১ সালের মে মাসে দুর্গাপুর থানার  ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির পাশের একটি গাছ থেকে। এই ঘটনার পর জানে আলমের পরিবার জানে আলমের স্ত্রী সাফিয়া মিদ্যা ও স্ত্রীর দিদি মনুয়ারা মিদ্যার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত  শুরু করে। তদন্তের ভিত্তিতে পারিবারিক বিবাদের জেরে খুন ও দেহ লপাটের তথ্য উঠে আসে। জানে আলমকে নৃশংস ভাবে খুন ও দেহ লোপাটের তথ্য প্রমান দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সমস্ত দিক বিবেচনা করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক শৈলেন্দ্র কুমার সিং সাফিয়া মিদ্যা ও মনোয়ারা মিদ্যাকে দোষী সাব্যস্ত করে। বৃহস্পতিবার যাবজ্জীবন সাজা ঘোষণা হয় সঙ্গে ৭হাজার টাকা জরিমানা করা হয়। সরকারি আইনজীবী ইমরান খান উপস্থিত সাংবাদিকদের একথা জানান।

 

 

 

 

error: Content is protected !!