জেলার ব্যাতিক্রমী স্কুল ভাদুবালা বিদ্যাপীঠ, স্কুলের পড়ুয়ারা পড়াশোনার সঙ্গে সঙ্গে মিড ডে মিলের জন্য স্কুলেই শাক সব্জি চাষ করে

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর  :  মিডডে মিল নিয়ে যখন রাজ্যের বিভিন্ন স্কুলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তখন পড়ুয়ারা পড়ার ফাঁকে নিজেদের মিডডে মিলের জন্য তরতাজা সবজি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করলো দুর্গাপুর ফরিদপুর ব্লকের ভাদুবালা বিদ্যাপীঠ স্কুলে। আলু, পেঁয়াজ, টমেটো,ফুলকপি বাঁধাকপি, পালং শাক, পেঁয়াজ সহ কুড়ি রকমের সবজি করে সেই ফলনে স্কুলের মিডডে মিল তৈরি হচ্ছে। পড়ুয়ারা নিজেরা সবজি খাচ্ছে উপরন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবাই খাচ্ছে স্কুলের দুপুরের খাবার।স্কুলে  দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় হাজারের উপর পড়ুয়া রয়েছে।প্রতিদিন স্কুলে মিডডে মিল খায় ছয় সাতশ জন।স্কুলের প্রধান শিক্ষক জয়নূল হক বলেন পড়াশোনার পাশাপাশি স্কুলের পাশে পড়ে থাকা  ফাঁকা মাঠে জমি উর্বর করে সবজি চাষ করা হচ্ছে। স্কুলের পড়ুয়ারা পড়াশোনার ফাঁকে নিজেদের দায়িত্ব নিয়ে স্কুলের ফাঁকা মাঠে সবজি চাষ করে। স্কুলের মিডডে মিলে তরতাজা সবজি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।ঔসেই তরতাজা সবজি দিয়ে স্কুলের অষ্টম শ্রেণী পর্যন্ত ছাড়াও একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা স্কুলে দুপুরে খাওয়া দাওয়া করে। স্কুলের সকল পড়ুয়ারা পেট ভরে খাবার খায়। পড়ুয়াদের আমরা যথাসাধ্য সাহায্য করি। স্থানীয় গ্রামবাসীরাও প্রয়োজনীয় সাহায্য করে চাষাবাদ করতে।

error: Content is protected !!