বুধবার,২৫ শে ডিসেম্বর ২০২৪
গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : দুর্গাপুরের মিশন হাসপাতালে প্রাপ্তবয়স্ক ভ্যাকসিন ক্লিনিক চালু হলো। বিভিন্ন সংক্রামক ব্যাধির ভ্যাকসিন এই ক্লিনিক থেকে এবার সহজেই পাওয়া যাবে। রাজ্যের এই প্রথম প্রাপ্ত বয়স্ক ভ্যাকসিন ক্লিনিকটি এক ছাদের তলায় হলো দুর্গাপুরের মিশন হাসপাতালে বলে মিশন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। মঙ্গলবার দি মিশন হাসপাতালের চেয়ারম্যান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সত্যজিৎ বসু এবং মিশন হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ অর্কেন্দু বসু এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন। ডাঃ সত্যজিৎ বসু এবং ডাঃ অর্কেন্দু বসু বলেন এবার থেকে দুর্গাপুরের মিশন হাসপাতালেই অতি সহজেই মিলবে বিভিন্ন ভ্যাকসিন তাছাড়া সপ্তাহের প্রতিদিনই ভ্যাকসিন সংক্রান্ত চিকিৎসা পরিষেবা ও পাওয়া যাবে মিশন হাসপাতালে। মিশন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সত্যজিৎ বসু নিজের অতীতের বিভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন আফ্রিকা, আন্টার্টিকা যেতে গেলে আগেই নিতে হয় ভ্যাকসিন। আমাকে প্রয়োজনে যেতে হয় বিভিন্ন দেশে। সেদেশের নিয়মে দুই আড়াই মাস আগে বিভিন্ন ভ্যাকসিন নিতে হয়। আমার সে অভিজ্ঞতা রয়েছে। আমি নিজে অনেক দৌড়ঝাঁপ করে বিভিন্ন হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়িয়ে সেসব ভ্যাকসিন নিয়েছি এর আগে। একসময় সেইসব ভ্যাকসিন পেতে হিমশিম খেতে হতো রাজ্যের মানুষকে। এখন সেই দৌড় ঝাঁপ আর করতে হবে না।ডাঃ সত্যজিৎ বসুর দাবি এবার থেকে দুর্গাপুরের মিশন হাসপাতালে এলেই মিলবে বিভিন্ন ভ্যাকসিন এবং ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত চিকিৎসা পরিষেবা।দি মিশন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সত্যজিৎ বসু এবং মিশন হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ অর্কেন্দু বসু মিশনের ভ্যাকসিন ক্লিনিক নিয়ে কিকি বললেন সাংবাদিকদের শুনুন….