দুর্গাপুর হাটে শুরু হলো সানঝা উৎসব

গনেশ চক্রবর্তী ,দুর্গাপুর : দুর্গাপুরের পলাশডিহার দুর্গাপুর হাটের  কেন্দ্রীয় হাউজিং এবং নগর উন্নয়ন দপ্তরের পাইলট প্রজেক্ট সানঝা উৎসব শুরু হল । দুর্গাপুর নগর নিগমের ৭০ টি স্বনির্ভর গোষ্ঠী এই মেলায় অংশ নিয়েছে। কাঁথা স্টিচ হাতের কাজ থেকে পাটি সাপটা পিঠে সব কিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিয়ে এসেছে মেলায়।২২শে ডিসেম্বর  সন্ধ্যায় এই মেলার উদ্বোধন হয়।মেলা চলবে ২৬ শে ডিসেম্বর পর্যন্ত।মেলা উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক পন্নামবলাম এস, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা।

error: Content is protected !!