জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভশ্রীকে নিয়ে দুর্গাপুরে ভক্তদের প্রবল উন্মাদনা

গনেশ চক্রবর্তী : জি টিভির জাতীয় স্তরের জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা সারে গামা পা দ্বিতীয় স্থান অর্জন করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, দুর্গাপুরের শ্যাম পুরের মেয়ে শুভশ্রী দেবনাথ। প্রতিযোগিতা শুরু থেকেই সারে গামা পায় বিচারকদের একের পর এক মনমাতানো হিন্দি গানে মন জয় করে নেন শুভশ্রী দেবনাথ। নুতন প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিচারক শচীন- জিগর,সাচেত -পরম্পরা,গুরু রন্ধাওয়ারা থেকে ৯০ এর দশকের রোমান্টিক গানের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানু থেকে অনুরাধা পাড়োয়াল শুভশ্রীর সুরেলা কন্ঠে গান শুনে প্রসংশায় পঞ্চমুখ। প্রথম থেকেই এই সঙ্গীত প্রতিযোগিতায় শুভশ্রী বিচারক ও দর্শকদের মন কেড়ে নিলে ও  প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ে  শুভশ্রী অপ্রত্যাশিত ভাবে দ্বিতীয় স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অর্জন করলেও শুভশ্রী দেবনাথের ভক্তরা গোটা প্রতিযোগিতায় শুভশ্রীকেই সেরা হিসেবে তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় শুভশ্রী ভক্তদের প্রবল উন্মাদনা। বৃহস্পতিবার শুভশ্রী  বিজয়ী ফাস্ট রানার আপ ট্রফি হাতে দুর্গাপুরের শ্যাম পুরের বাড়িতে  ফিরলে শুভশ্রীর ভক্তদের মধ্যে প্রবল উন্মাদনা দেখা যায়। বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক গনেশ চক্রবর্তী ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শুভশ্রীকে।।শুভশ্রীর ভক্তরা শুভশ্রীকে  নাগরিক সম্বর্ধনা দিয়ে ব্যান্ড পার্টি সহযোগে শোভাযাত্রা করে  শ্যামপুরের বাড়িতে নিয়ে যায়।

error: Content is protected !!