মুচিপাড়ার ট্রাফিক পুলিশ নেশাগ্রস্ত পুলকার চালককে ধরে কড়া ব্যবস্থা নিলো

গনেশ চক্রবর্তী : নেশাগ্রস্ত এক পুলকার চালককে ধরলো দুর্গাপুরের মুচিপাড়ার ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার পুলকার চালক পড়ুয়াদের নিয়ে দ্রুত গতিতে যাবার সময় রাস্তায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ আধিকারিকের সন্দেহ হয়। ট্রাফিক পুলিশ এসবি মোড় এলাকায় পুলকারটিকে থামায় এবং চালকের  ব্রেথ এনালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করা হয়। পুলকার চালক মদ্যপ  প্রমাণ হতেই ট্রাফিক পুলিশের আধিকারিক কড়া ব্যবস্থা নেন। পুলকার চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।ধৃত চালকের নাম শিব শঙ্কর টুডু। জানা গেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বাসিন্দা। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, পুলকারের পড়ুয়ারা সব বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের।  কোকওভেন থানার সুভাষপল্লী এলাকার বাসিন্দা পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল। শেষমেশ মুচি পাড়ার ট্রাফিক পুলিশ  নিজেদের দায়িত্বে পড়ুয়াদের বাড়ি পৌঁছে দেয়।

error: Content is protected !!