দুর্গাপুরে আই এন টিটি ইউ সির মহা মিছিল

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায় রাজ্য সভায় আজ শপথ নিলেন। তাই দুর্গাপুরে বৃহস্পতিবার বিকেলে আই এন টিটি ইউ সির জেলা সংগঠনের কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহার নেতৃত্বে আই এন টিটি ইউ সির কর্মীরা মহা মিছিল করে। ডিপিএল সংলগ্ন আই ও সি বটেলিং প্ল্যান্ট থেকে শুরু করে গ্যামন ব্রিজ মোড় পর্যন্ত মিছিলটি হয়।  মিছিলে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা প্রভাত চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। দীপঙ্কর লাহা বলেন রাজ্যের তৃণমূলের ট্রেড ইউনিয়ন সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি লাগাতার লড়াই করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে রাজ্য তৃণমূলের ট্রেড ইউনিয়নের সভাপতি পার্লামেন্টের সদস্য হিসাবে শপথ নিয়েছেন তার এই প্রচেষ্টা সার্থক রুপ দেয়ার জন্য ই আজ  শ্রমিকরা সবাই রাস্তায় নেমেছে। কেন্দ্রীয় সরকারের যে কালা আইন ভ্রান্ত শ্রম কোর্ট এমপ্লয়মেন্ট করার চেষ্টা করছে শ্রমিকদের উপর তার প্রতিবাদে আমাদের আজকের মহা মিছিল।

error: Content is protected !!