দুর্গাপুরে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ ডি ওয়াই এফ আই নেত্রী মিনাক্ষীর

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে  ১৩ বছরে কতগুলো শিল্প কলকারখানা হয়েছে ।রাজ্য সরকার জানাক  ওয়েবসাইট খুলে। তাহলে তৃণমূল কংগ্রেসের নেতাদের সত্যটা বেরিয়ে যাবে।দুর্গাপুরের বিধাননগরে বৃহস্পতিবার সিপিএমের প্রকাশ্য সমাবেশে যোগ দান করে রাজ্য সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন  ডিওয়াই এফআই এর রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন,”সিপিএম আমলে পুলিশ কোথাও অন্যায় হলে করা ব্যবস্থা নিতো। আর তৃণমূল আমলে অন্যায় হলে কোন ব্যবস্থা নেয় না পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। কিন্তু সঠিক বিচার পাচ্ছে না নির্যাতিতাদের পরিবার। অবৈধ বালি, কয়লা, লোহা পাচার হচ্ছে কিন্তু পুলিশ নিজেদের পকেট ভরাতেই ব্যস্ত। সেজন্যই শিল্প শহরের হাল বেহাল হচ্ছে। একাধিক কারখানা থেকে শ্রমিক ছাটাই হচ্ছে আর শ্রম দপ্তর কোন ব্যবস্থাই নিচ্ছে না। আমরা তার প্রতিবাদে সবসময়ই রাস্তায় রয়েছি।”

error: Content is protected !!