গনেশ চক্রবর্তী : দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ । পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা দুই জেলার কয়েকশ শিল্পপতি এবং ব্যবসায়ীদের উপস্থিত ছিলেন অনুষ্ঠিত হলো এই শিল্প সামিট। এই শিল্প সামিটে ৪৬৫০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এলো। দাবি মন্ত্রীর।রাজ্যের এম এস এম ই বিভাগের মন্ত্রী চন্দ্র নাথ সিনহা এবং রাজ্যের এম এস এম ই বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে উপস্থিত ছিলেন এই শিল্প সামিটে।
তাছাড়া উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং ও পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক আধিকারীকরা । বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী চন্দ্র নাথ সিনহা বলেন, ২০২৪- ২৫ আর্থিক বছরে শিল্পের জন্য পূর্ব ও পশ্চিম বর্ধমানে ৭, ৩৭১ কোটি টাকা ব্যাংক গুলি ঋণ প্রদান করেছে এম এস এম ই দপ্তর।
পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার ৫৮ টি ইউনিট বাংলাশ্রীর অধীনে উপকৃত হয়েছে ।
এদিন মন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে এদিন ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের হাতে আর্থিক সহায়তার জন্য চেক তুলে দেন মন্ত্রী।