নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুরের সিটি সেন্টারে সিটি সেন্ট্রাল লাইব্রেরীর দ্বিতীয় তলের উদ্বোধন হলো শনিবার বিকেলে। উদ্ধোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নামবলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত শুক্লা সহ গ্রন্থাগার আধিকারিকরা। উদ্ধোধনের পর সাংবাদিকদের বাংলাদেশ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী অনুপ্রবেশ নিয়ে বলেন,” ভারত সরকার যদি মনে করেন দরজা খুলে দেবো। সেখানে কথা বলুন। সেখানে ভলেন্টিয়ার বাড়ান। উনারা ভেটে মাটি ছেড়ে আসবেন কেন সেই খানের সরকারকে বলুন।” বাংলা দেশের বিএনপি নেতার মন্তব্যের পাল্টা বলেন সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি ওরা ১৮ কোটি।আমরা ১৪২ কোটি।১৪২ কোটি মানুষ যদি মুখে জল নিয়ে কুলি করে ফেলে দেয় না তাহলে ওদের কি হবে একবার ভাবুন তো। শুধু শুধু চীন উসকাচ্ছে ওদের।