দুর্গাপুরের এক বেসরকারি নার্সিং হোমের মালিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুরের বিধান নগরের এক বেসরকারি নার্সিং হোমের মালিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। জানা গেছে  বুদবুদের রিঙ্কি শিকদারের সাথে বিয়ে হয়েছিল দুর্গাপুরের বিধান নগরের বেসরকারি নার্সিং হোমের মালিকের।নাম রনবীর শিকদার।বাড়ি আড়রার কালীগঞ্জ। অভিযোগ সন্দেহের চোখে দেখতো স্ত্রী কে রনবীর।এই নিয়ে  অশান্তি লেগেই থাকতো সিকদার দম্পতির। শুক্রবার অশান্তি চরমে পৌঁছায়।রিঙ্কির বাবা ও  তার সন্তানের  জন্মদিন পালন করা হয় আড়রা কালীগঞ্জের বাড়িতে।  এই নিয়ে শুরু হয় পরেই  অশান্তি । এরপরেই রাতে রিঙ্কির ঝুলন্ত দেহ  উদ্ধার হয়  বাড়ি থেকে। রিঙ্কির পরিবারের  অভিযোগ, তাদের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে রনবীর ।  রনবীরের  বিরুদ্ধে নিউ টাউন শিপ থানায় লিখিত অভিযোগ করা হলে, পুলিশ আটক করেছে রনবীর শিকদারকে।। ময়না তদন্তর জন্য রিঙ্কির মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।

error: Content is protected !!