নিজস্ব সংবাদদাতা : ট্রাফিক পুলিশের তৎপরতায় এক শিশু অপহরণের হাত থেকে রক্ষা পেলো। অভিযোগ এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তি মোবাইল ফোনের লোভ দেখিয়ে সগড় ভাঙ্গার বিডিও মোড়ের কাছে বস্তি থেকে এক শিশু কে প্রলোভন দেখিয়ে নিয়ে চম্পট দেয়। শিশুটির পরিবার শিশু টিকে খুঁজে না পেলে মুচি পাড়ার ট্রাফিক পুলিশে খবর দেয় ট্রাফিক পুলিশ কর্মীরা চিরুনি তল্লাশি শুরু করলে শেষে দুর্গাপুরের সগড়ভাঙা জোনাল সেন্টারের কাছে একটি চায়ের দোকান থেকে উদ্ধার হয় শিশুটি।পলাতকের খোঁজে পুলিশ জোর তল্লাশি শুরু করেছে বলে খবর। শুক্রবার সগড়ভাঙা কলোনির পুরোনো বিডিও মোড়ের কাছের ঘটনা।