গনেশ চক্রবর্তী : বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের জাংশন মলের সামনে মঞ্চে ‘খাদান’ ছবির প্রচারে আসেন অভিনেতা দেব। সঙ্গে আসেন খাদান ছবির সমস্ত কলাকুশলীরা।খাদান ছবিটির মুক্তি ২০শে ডিসেম্বর।এই নিয়ে দেব ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মঞ্চে দাঁড়িয়ে অভিনেতা দেব খাদানের ছবির শুটিং এবং দুর্গাপুরে থাকা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন ভক্তদের মধ্যে।
দেব বলেন যেহেতু দুর্গাপুর আসানসোল খনি অঞ্চলের জীবনযাত্রা উপর তৈরি হয়েছে খাদান ছবিটি এবং
দুর্গাপুরে বেশকিছু দিন থেকে তিনি খাদানের শুটিং করেছেন তাই দুর্গাপুর থেকেই খাদান ছবির প্রচার শুরু করলেন।সকলকে পৃক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার অনুরোধ করেন দেব।