শনিবার ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরে মায়ের বাৎসরিক পূজো ও মহোৎসব , প্রস্ততি চলছে জোর কদমে

পশ্চিম বর্ধমান জেলার ১৭৩ বছরের প্রাচীন জাগ্রত ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরের বাৎসরিক পূজো ও মহোৎসব আগামী ৩০ শে নভেম্বর ২০২৪ শনিবার মহানিশায় অনুষ্ঠিত হবে।এই উপলক্ষে মন্দিরে শনিবার সারাদিন ধরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটবে। দেশবিদেশ থেকে ভক্তরা আসেন পূন্যলাভের আশায়। মহোৎসব কে কেন্দ্র করে মন্দিরে প্রস্তুতি চলছে জোর কদমে । শনিবার সন্ধ্যায় ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরের মৃন্ময়ী মায়ের মূর্তি পরিবর্তন করা হবে। নুতন মৃন্ময়ী মায়ের মূর্তি বেদীতে স্থাপন করা হবে। নুতন মা অপরুপ সাজে সজ্জিত হয়েছেন।পুরাতন মৃন্ময়ী মায়ের মূর্তিটিকে মন্দিরের কুমোর বাঁধে  নিরঞ্জন করা হবে। শনিবার অমাবস্যার নিশিরাতে মায়ের হোমযজ্ঞ পূজাপাঠ হবে এবং  ভোররাতে প্রসাদ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে।এই উপলক্ষে মন্দিরে সারারাত ধরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

error: Content is protected !!