দুর্গাপুরে ইসরোর মার্স অরবিটার মিশনের বিজ্ঞানী ড. সুববা অরুনাম

‘মঙ্গলে প্রাণের সন্ধান এখনো পাওয়া না গেলেও ভবিষ্যতের মঙ্গল অভিযানের মাধ্যমে খোঁজ চালানো হবে প্রাণের’, দুর্গাপুরের ডা: বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে এসে একথা জানালেন ইসরোর মার্স অরবিটার মিশনের পরিচালক পদ্মভূষণ প্রাপ্ত ডা. সুব্বা অরুণাম। তিনি বলেন , মার্স অরবিটার মিশন অভিযানের কিছু সমস্যা থাকায় কিছু তথ্য আমাদের হাতে এলেও, অনেক কিছুই জানা যায়নি। তবে পরের মার্স অরবিটার মিশন যাতে সাফল্যের সাথে সেখানের তথ্য ইসরোর হাতে তুলে দেয় সেই নিয়েই আমাদের বিজ্ঞানীদের গবেষণা জোরদার চলছে। আমরা আশাবাদী ভবিষ্যতের মার্স অরবিটার মিশনের মাধ্যমে সেখানের সম্পূর্ণ ভৌগোলিক মানচিত্র পাওয়া যাবে। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে ইসরোর মার্স অরবিটার মিশনের পরিচালক পদ্মভূষণ প্রাপ্ত ডা. সুব্বা অরুণাম মার্স অরবিটার নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের কাছে নানান তথ্য তুলে ধরেন। পড়ুয়াদের কাছ থেকে মহাকাশ নিয়ে নানান প্রশ্ন শুনেন এবং সেগুলির উত্তর দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ডাইরেক্টর তরুণ রায়, সত্যজিৎ বসু সহ প্রিন্সিপালরা। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।

error: Content is protected !!