বুদবুদে সিভিক ভলেন্টিয়ের মর্মান্তিক মৃত্যু

শুক্রবার,২৫ শে অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিনিধি , বুদবুদ : ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎ পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের। ঘটনাটি ঘটেছে বুধবুদের বলরামপুরে।বুদবুদ থানা সূত্রে জানা গেছে মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম চন্দন হাজরা (৩৬) মাষ্টারের বাসিন্দা। শুক্রবার বৃষ্টির মধ্যে বিরামপুরের  একটি বাড়িতে তল্লাশি গিয়ে ঘটে এই দুর্ঘটনা।বাড়ির ছাদে তল্লাশির সময়  মাথার উপর ১১ ভোল্টের তারে বিদ্যুৎ পিষ্ট হয়ে গুরুতর আহত হন চন্দন হাজরা। এরপর তাকে সংজ্ঞাহীন অবস্থায় কাঁকসার‌একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চন্দন হাজরাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।এই খবরে  এলাকায় শোকের ছায়া নেমে আসে।

error: Content is protected !!