সোমবার, ২৮ শে অক্টোবর ২০২৪
গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : আমরা আর জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে নেই।যেদিন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে সন্ধি করেছে ওরা সেদিন থেকে আমরা আর জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে নেই। নো কম্প্রোমাইজ উইথ মমতা ব্যানার্জি। সোমবার ঝাড়খণ্ড যাবার পথে দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে দাঁড়িয়ে একথা বলেন বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তার বোনের মৃত্যুর জন্য দায়ী মমতা ব্যানার্জি।তাই নো কম্প্রোমাইজ উইথ মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী এদিন বলেন আমরা আরজি করের ঘটনার পর জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রথম দিন থেকেই ছিলাম। কিন্তু এখন জুনিয়র চিকিৎসকরা সন্ধি করেছেন মমতা ব্যানার্জির সঙ্গে।তাই আমরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে আর নেই। শুভেন্দু অধিকারী আজ সোমবার ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেন। ঝাড়খণ্ডে বিধান সভার নির্বাচনে বাংলা থেকে একমাত্র বিজেপি নেতা হিসেবে শুভেন্দু অধিকারী ই প্রচার করার ডাক পেয়েছেন।সেই কারণেই শুভেন্দু অধিকারী সোমবার সকালে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে আসেন।এরাজ্যের ছয় বিধানসভার উপনির্বাচনের ফল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এদিন বলেন যদি হিন্দুরা সবাই নিজের ভোট নিজে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি আর জিতবেন না কোনদিন।