খান্দরায় তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে নাগরিক সমাজের প্রতীকী অনশন

রবিবার,২০শে অক্টোবর ২০২৪

সোমনাথ মুখার্জি,অন্ডাল : আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তার ছাত্রীর ধর্ষণ খুনের ন্যায় বিচারের দাবিতে রবিবার প্রতীকী অনশনে বসেছে নাগরিক সমাজের একাংশ । খান্দরা শিবতলা মোড়ে মঞ্চ করে অনশনে বসেছেন ৪৫ জন । রয়েছেন এলাকার বিশিষ্ট সমাজকর্মী প্রকাশ সরকার, অঞ্জন বক্সী , দেবমিতা সরকার, মনোজ মুখোপাধ্যায় সহ অন্যরা ।অঞ্জন বকসি জানান, ঘটনার দু’মাস পরেও তিলোত্তমা এখনো ন্যায় বিচার পাইনি । জুনিয়র ডাক্তারদের পাশাপাশি ন্যায় বিচারের দাবিতে দু মাসের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সমাজের বিভিন্ন অংশের মানুষজন । প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও জুনিয়র ডাক্তাররা অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের সমর্থনেই এদিন প্রতীকি অনশন । সকাল ১০ টা থেকে সন্ধে ছটা পর্যন্ত অনশন চলবে বলে জানান তিনি ।

error: Content is protected !!