অন্ডালের তবলা শিল্পী নদীর জলের তোড়ে ভেসে গেলেন

শুক্রবার,১৮ই  অক্টোবর ২০২৪

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : গত দুদিনের আকাশ ভাঙ্গা বৃষ্টিতে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় জলমগ্ন। বিভিন্ন এলাকায় বাড়িতে জল ঢুকে পড়ায় প্রচুর ক্ষয়ক্ষতি হয় দুদিনের বৃষ্টিতে।  নদী গুলি ফুলেফেঁপে উঠেছে। উপচে পড়ছে জল।এর মধ্যে অন্ডালের  সিঙ্গারন নদীর জলের তোড়ে ভেসে গেলেন এক তবলা শিল্পী ।নাম বাবাই দত্ত। অন্ডালের রাম প্রসাদপুর পঞ্চায়েতের শ্রীপল্লী বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার এবং বৃহস্পতিবার টানা বৃষ্টিতে সিঙ্গারন নদীর সেতু দিয়ে প্রবল বেগে জল বয়ে যাচ্ছিল বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ  শ্রী রামপুরে স্কুটিতে  করে‌ নদীর সেতু দিয়ে পার হচ্ছিলেন তবলা শিল্পী বাবাই দত্ত। প্রবল জলের তোড়ে ভেসে যায় স্কুটিটি সেই সঙ্গে নিখোঁজ হয়ে যান বাবাই বাবু। এই ঘটনার পর পুলিশ ও স্থানীয় মানুষ জোর তল্লাশি শুরু করে। কিছু দূরে স্কুটির খোঁজ মিললেও বাবাই বাবু  নিখোঁজ বলে জানা গেছে।এই খবরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পুলিশ বাবাই বাবুর খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

error: Content is protected !!