আরজি করের আন্দোলন সিপিএম ও বিজেপি নিয়ন্ত্রণ করছে দাবি দেবাংশু ভট্টাচার্যের

শনিবার, ১৯ শে অক্টোবর ২০২৪

গনেশ চক্রবর্তী,দুর্গাপুর : আরজি করের ঘটনার প্রতিবাদে প্রথম রাত দখলের কর্মসূচিটি ছিল সাধারণ মানুষের। এরপর থেকে সব সিপিএম এবং বিজেপি নিয়ন্ত্রণ করেছে। সিপিএম এবং বিজেপি আরজি করের ঘটনাকে হাতিয়ার করে বের পথে নেমেছে। সমস্ত পরিকল্পনা কে বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমের মালিকদের বলে অভিযোগ করেন দেবাংশুর। শনিবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য দুর্গাপুরের ৩ নং ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে করা বিজয়া সন্মেলনীতে যোগদান করে আরজি করের ঘটনায় সুর চড়া করেন।দেবাংশু বলেন ঘটনার ১২ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।অথচ সিবিআই সেই তদন্তে নেমে ৬০ দিন অতিবাহিত করে সেই সঞ্জয় রায়কেই প্রধান অভিযুক্ত হিসেবে সুপ্রিম কোর্টে চার্জসিট জমা করেছে। তাহলে এটা প্রমাণিত কলকাতা পুলিশের তদন্ত সঠিক। শুনুন সরাসরি তৃনমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য কিকি বললেন দুর্গাপুরে এসে..

 

error: Content is protected !!