Special Report স্টিল পার্ক জলমগ্ন,ডিএমসির ইন্জিনিয়ার‌কে ঘিরে বিক্ষোভ

বৃহস্পতিবার,১৭ ই অক্টোবর ২০২৪

গনেশ চক্রবর্তী ,দুর্গাপুর : টানা বৃষ্টি হলেই জলে ডুবে যায় গোটা এলাকা। দুর্গাপুরের বিধান নগরের স্টিল পার্ক এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জল যন্ত্রণায় ভুগছেন। অল্প বৃষ্টি বা অতিবৃষ্টি চিত্রটা একই থাকে স্টিল পার্ক এলাকায়। বুধবার সন্ধ্যা থেকে রাতভর টানা বৃষ্টিতে ফের জলমগ্ন স্টিল পার্ক এলাকা।জল এলাকা থেকে বের হতে না পেয়ে বাড়ি বাড়ি জল ঢুকে যায়। স্থানীয় মানুষ চরম দুর্ভোগে পড়েন। স্থানীয় মানুষের ক্ষোভ দুর্গাপুর নগর নিগমকে বার বার বলেও কোন সুফল পাওয়া যায়নি। স্থানীয় মানুষের ক্ষোভ দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন  এক ইন্জিনিয়ার বর্তমানে তিনি এক্সটেনশনে রয়েছেন মাজি বাবু তিনি তার যাতায়াতের সুবিধার্থে একটি নিকাশি নালাকে বুজিয়ে রাস্তা তৈরি করায় জল বের হতে পারছে না। ফলস্বরূপ গোটা স্টিল পার্ক এলাকা প্লাবিত হচ্ছে বার বার। বৃহস্পতিবার খবর পেয়ে দুর্গাপুর নগর নিগমের এক্সিকিউটিভ ইন্জিনিয়ার দেবব্রত বিশ্বাস স্টিল পার্ক এলাকা পরিদর্শন করতে যান । তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। শেষমেশ ডিএমসির এক্সিকিউটিভ ইন্জিনিয়ার দেবব্রত বিশ্বাসের তত্ত্বাবধানে ডিএমসি কর্তৃপক্ষ জেসিবি মেশিন দিয়ে জল বের করার ব্যবস্থা করায় স্টিল পার্ক এলাকা থেকে জল নামতে শুরু করে বলে জানা গেছে। শুনুন সরাসরি স্থানীয় মানুষের ক্ষোভের কথা

 

# ছবি ও ভিডিও নিজস্ব প্রতিনিধি

error: Content is protected !!