হনুমানের আক্রমনে আহত পাঁচ, আতঙ্কে বহুলা দিঘীরবাগান এলাকা

বৃহস্পতিবার,১৭ ই অক্টোবর ২০২৪

সোমনাথ মুখার্জী, অন্ডাল :- বুধবার রাত থেকে অন্ডালের বহুলার দীঘির বাগান এলাকায়  হঠাৎ হঠাৎ হানায় হনুমানের  আতঙ্কে  আতঙ্কিত এলাকার বাসিন্দারা।এখনো পর্যন্ত প্রায় পাঁচ জনকে কামড় দিয়েছে হনুমানটি বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা বন বিভাগের খবর দিলে, বনবিভাগের কর্মীরা খাঁচা নিয়ে হনুমান ধরার চেষ্টা করলে, হনুমানটি তাদের আক্রমন করে  বন বিভাগের এক কর্মীদের ও।  হনুমানটিকে কোনোক্রমে বাগে আনা যাচ্ছে না ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে লাঠি সোটা হাতে ঘুরে বেড়াচ্ছেন এলাকায়। অথচ এলাকায় স্থানীয়দের চোখের সামনেই ছাদে ছাদে ঘুরে বেড়াচ্ছে হনুমানটি। হনুমানে আক্রান্ত  বন বিভাগের কর্মী শান্তনু মাঝি জানান,হনুমানটিকে ধরার আপ্রাণ চেষ্টা চলছে, কোনভাবেই ট্র্যাঙ্কোলাইজার বন্দুক ফায়ার করে হনুমানটিকে করে খাঁচা বন্দি করে স্থানীয় এলাকা থেকে হনুমানটিকে দূরে সরানোর ব্যবস্থা চালাচ্ছেন তারা। তিনি বলেন জামালপুরে  হনুমানটিকে নিয়ে গিয়ে বনবিভাগে  চিকিৎসার পর কোন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

# ছবি নিজস্ব প্রতিনিধি

error: Content is protected !!