Exclusive একরাতের টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের বিভিন্ন এলাকা

বৃহস্পতিবার,১৭ ই অক্টোবর ২০২৪

গনেশ চক্রবর্তী,দুর্গাপুর : বুধবার বিকেল থেকে রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের বিভিন্ন এলাকা। বিশেষ করে দুর্গাপুরের নিচু এলাকা গুলিতে নিকাশি নালার জল উপচে পড়ে প্লাবিত গোটা এলাকা। দুর্গাপুরের একদিকে তামলা এলাকা বৃষ্টির জেরে বেশ কিছু অংশ প্লাবিত হয়। তেমনি দুর্গাপুর নগর নিগমের ২০ নং ওয়ার্ডের বিদ্যা সাগরপল্লীর বেশকিছু অংশ থেকে একদম ৫৪ ফুট এলাকার বেশ কিছু অংশ  জলে ডুবে যায়।২৪ নং ওয়ার্ডের নিবেদিতা পার্ক,২৬ নং ওয়ার্ডের স্টিল পার্ক এলাকার বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন। ১৪ নং ওয়ার্ডের বেশি কিছু এলাকায় জল জমে যায়। তাছাড়া দুর্গাপুরের দামোদর ব্যারেজের সংলগ্ন বিভিন্ন নিচু এলাকায় বিভিন্ন ওয়ার্ডে বাড়ির মধ্যে জল ঢুকে পড়ায় স্থানীয় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। রাস্তায় জলের তোড়ে যানবাহন চলাচল বন্ধ বৃহস্পতিবার সকাল থেকে। অনেকের বাড়িতে লক্ষী পূজো,বাড়িতে জল ঢুকে পূজো শিকেয় ওঠে। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ এই ঘটনায় দুর্গাপুর নগর নিগমকেই দায়ী করছেন।অভিযোগ তাদের দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে সেইভাবে নিচু এলাকা গুলি জল না জমার জন্য কোন মাস্টার প্লান করা হয়নি এতদিনে। তারা বলেন একদম স্বদিচ্ছার অভাব বোঝা যায়।কার্যত যাযা কাজ হয়েছে সব আই ওয়াশ বলে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষ। স্থানীয় মানুষ বলেন দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলর থেকে মেয়র সকলেই জানেন এইসব নিচু এলাকা জলে ডুবে যায়।তাই সারাবছর ধরে সেই রকম কোন মাস্টার প্লান তৈরি করতে কোন উদ্যোগ নেয়না দুর্গাপুর নগর নিগমের কর্মকর্তারা।তার ফলস্বরূপ আমাদের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে চরম দুর্ভোগে পড়তে হয় বারে বারে।

ডিএমসির প্রাক্তন এক কাউন্সিলর বাড়ি আশপাশের জলছবি

দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি বর্তমানে তিনি অসুস্থ। চিকিৎসকদের নির্দেশে তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন বলে জানান। অসুস্থতার জন্য তিনি  স্বশরীরে জলমগ্ন এলাকায় যেহেতু যেতে পারছেন না তাই বৃষ্টি থামলে তার ডিএমসির টিমকে জলমগ্ন এলাকায় পাঠাবার কথা জানান। অনিন্দিতা মুখার্জি বলেন আমরা মানুষের পাশে আছি।দুর্গাপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হবার খবরে উদ্বিগ্ন অনিন্দিতা মুখার্জি এক অডিও বার্তায় দুর্গাপুরের সংবাদ মাধ্যম কে বলেন দুর্গাপুরের যেসব এলাকা প্লাবিত হয়েছে সেইসব এলাকায় আমরা কোটি কোটি টাকা খরচ করেও  জল জমা কমাতে ব্যর্থ হয়েছি ।টানা বৃষ্টিতে এইসব নিচু এলাকা বার বার প্লাবিত হবে বলে জানান অনিন্দিতা মুখার্জি। তিনি বলেন আমি এবং প্রভাত চট্টোপাধ্যায় আমরা বহু চেষ্টা করেও এইসব নিচু এলাকা থেকে জল জমা কমাতে পারিনি। ড্রেন এবং রাস্তার জল মিলেমিশে একাকার হয়েগেছে।অনিন্দিতা মুখার্জি বলেন ৫৪ ফুট এলাকা সব ডুবে গেছে জলে।আমার বাড়ির সামনে ও জলে ঢুকে গেছে। টানা বৃষ্টি চলছে এখন। বৃষ্টি বন্ধ না হলে কিছু করা সম্ভব নয়। বৃষ্টি থাকলে জলস্তর নামলে এইসব নিচু এলাকা থেকে জল নেমে যাবে।

# ছবি নিজস্ব প্রতিনিধি

error: Content is protected !!