১৮ই অক্টোবর থেকে দুর্গাপুরে চিকিৎসকরা টানা অনশন কর্মসূচিতে যাচ্ছেন ঘোষণা

সোমবার,১৪ ই অক্টোবর ২০২৪

গনেশ চক্রবর্তী,দুর্গাপুর :  অভয়ার সঠিক বিচার ও চিকিৎসকদের নিরাপত্তা সহ  দশদফা দাবিতে কলকাতায় জুনিয়র চিকিৎসকদের টানা অনশন করছেন। অনেক জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে পড়ছেন। দাবি গুলি মানার সরকারি কোন পদক্ষেপ না নেয়ায় চিকিৎসকদের আন্দোলন আরো বৃহত্তর আকার ধারন করেছে। জুনিয়র চিকিৎসকদের পাশে থাকতে এবার সিনিয়র চিকিৎসকরাও আন্দোলনের ডাক দিয়েছে।১৪ এবং ১৫ ই অক্টোবর রাজ্য জুড়ে চলছে সিনিয়র চিকিৎসকদের প্রতিকী কর্মবিরতি। কেবলমাত্র হাসপাতালের এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দেবেন এই দুদিন। দূর্গা পূজো মিটতেই পূজো এবার চিকিৎসকদের আন্দোলন আরো বৃহত্তর রুপ পেতে চলেছে। দুর্গাপুরের সরকারি বেসরকারি হাসপাতালের কর্মরত চিকিৎসকরা ১৪ ই অক্টোবর এক বৈঠক করে আগামী ১৮ ই অক্টোবর থেকে দুর্গাপুরে টানা অনশন কর্মসূচিতে যাবার সিদ্ধান্ত নেন।১৭ ই অক্টোবর জানানো হবে সাংবাদিকদের দুর্গাপুরের কোথায় কোথায় এই অনশন কর্মসূচি করা হবে।এই অনশন কর্মসূচি দীর্ঘদিন ধরে চলবে বলে জানিয়েছেন দুর্গাপুরের আই এম এর সম্পাদক ডাঃ নীলাদ্রি সেন। ডাঃ নীলাদ্রি সেন বলেন আমরা জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবিতে সমর্থন করে আমরাও টানা অনশন কর্মসূচিতে যোগদান করতে চলছি। আমাদের সঙ্গে এই অনশন কর্মসূচিতে যোগদান করতে চলেছে প্যারামেডিকেল স্টাফ রাও। সমস্ত স্বাস্থ্য কর্মীরা আমাদের কর্মসূচিতে যোগ দিতে চলছে।তার একটা রুপরেখা তৈরি করা হলো আজ। ডাঃ নীলাদ্রি সেন বলেন হাসপাতালের এমার্জেন্সি চিকিৎসা পরিষেবা অব্যাহত রেখেই‌ এই অনশন কর্মসূচি করা হবে।

# ছবি : ফাইল চিত্র

error: Content is protected !!