দুর্গাপুরের কার্নিভালে প্রথম মার্কিনী, দ্বিতীয় নবারুণ এবং তৃতীয় চতুরঙ্গ দর্শক পছন্দে সেরা শংকরপুর সার্বজনীন

সোমবার,১৪ ই অক্টোবর ২০২৪

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর :  দুর্গাপুরের দূর্গা পূজোর কার্নিভাল এবার তৃতীয় বছর পূর্ন হলো। তৃতীয় বছরের দুর্গাপুরের দূর্গা পূজোর কার্নিভালে ১৪ টি দূর্গা পূজোর মন্ডপ এবার অংশ নেয় এই কার্নিভালে। এবছর এই প্রথম মিডিয়া হাউজ হিসেবে দুর্গাপুরের প্রথম নিউজ চ্যানেল এক্সপ্রেস নিউজের দূর্গা পূজোর প্রতিমা নিয়ে এক্সপ্রেস নিউজের পরিবার কার্নিভালে অংশ নেয়। কার্নিভাল স্থলে  পারফরম্যান্স দেখায়। যাত্রী সাথী নিয়ে উপস্থিত হয়ে কার্নিভালে নজর কাড়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশ।কার্নিভালে বেস্ট পারফরম্যান্স দেখানোর জন্য প্রথম স্থান অর্জন করে মার্কিনী দক্ষিণপল্লী সার্বজনীন দূর্গাপুজো কমিটি। দ্বিতীয় স্থান দখল করে দুর্গাপুরের ভিড়িঙ্গীর  নবারুণ ক্লাব এবং তৃতীয় স্থান অর্জন করে সিটি সেন্টারের চতুরঙ্গ সার্বজনীন দূর্গাপুজো কমিটি। প্রথম স্থান অর্জন করায় মার্কিনী দক্ষিণপল্লী সার্বজনীন দূর্গাপুজো কমিটির সদস্যদের হাতে দু লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জন করায় নবারুণ ক্লাব   দূর্গাপূজো কমিটির সদস্যদের হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এবং তৃতীয় স্থান অর্জন করায় চতুরঙ্গ দূর্গা পূজো কমিটির সদস্যদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয় এদিন। এবার দর্শকদের পছন্দে‌  শঙ্করপুর সার্বজনীন বিশেষ পুরষ্কার পায়।সোমবার দুর্গাপুরের দূর্গা পূজোর কার্নিভাল ছিল জমজমাট। কার্নিভালকে আকর্ষণীয় করতে মঞ্চে আসেন চলচ্চিত্র অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। এদিন গনেশ বন্দনা  দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী স্বাগতালক্ষী ও সম্প্রদায়। তারপর কার্নিভালের উদ্ধোধন হয়। মন্ত্রী প্রদীপ মজুমদার,পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পোন্নাবলাম এস, পশ্চিম বর্ধমান জেলার পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী,এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায়,

ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা সহ বিশিষ্ট জনেরা উদ্ধোধন করেন কার্নিভালের। গোটা অনুষ্ঠান টি উপস্থিত দর্শকদের জায়েন্ট স্ক্রীনের মাধ্যমে দেখানো হয়। কার্নিভাল স্থলে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয় এবং গোটা কার্নিভাল স্থল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

# ছবি নিজস্ব প্রতিনিধি

error: Content is protected !!