Amrita Housing এর আবাসিকদের পথ অবরোধ

বুধবার,১৬ ই অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিনিধি, কাঁকসা : দুর্গাপুরের বামুনআড়ার অমৃতা হাউসিং এ মঙ্গলবার রাতে পরপর তিনটি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গহনা টাকা সব নিয়ে যায় চোরের দল। মঙ্গলবার দেখা যায় সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই চোরের দল রাত দুটো চল্লিশের পর  হাউসিং এ ঢোকে।এই ঘটনায় অমৃতা আবাসনে চরম আতঙ্কে ছড়িয়ে পড়ে। পুলিশ এই ঘটনার পর তদন্ত শুরু করে বলে জানা যায়।বুধবার চুরির ঘটনার জেরে আবাসন কর্তৃপক্ষ আবাসনের সমস্ত নিরাপত্তা রক্ষীকে কাজ থেকে বসিয়ে দেয়।

অমৃতা হাউসিং এর সিসি ক্যামেরায় তিন চোরের সিঁড়িতে ওঠার ছবি ধরা পড়েছে সেই ছবি —

ফলে‌ আবাসনের জল বিদ্যুৎ সহ বিভিন্ন পরিষেবা ব্যাহত হয় বলে অভিযোগ। সকালের জল বিদ্যুৎ না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েন অমৃতা হাউসিং এর আবাসিকরা। পুলিশী‌ নিরাপত্তা দিতে  আবাসনের সমস্ত পরিষেবা অব্যাহত রাখতে হবে এই দাবিতে ক্ষোভে ফেটে পড়ে হাউসিং এ র সামনের রাস্তায় অবরোধে বসে পড়েন অমৃতা হাউসিং এর আবাসিকরা। একঘন্টা অবরোধ চলার পর খবর পেয়ে কাঁকসা থানার মলান দীঘি ফাঁড়ির পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অমৃতা হাউসিং এর আবাসিকরা।

error: Content is protected !!