NIT দুর্গাপুরের ১৯তম সমাবর্তন অনুষ্ঠান

শনিবার,২৮শে সেপ্টেম্বর ২০২৪

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর :  শনিবার দুর্গাপুরের NIT তে সমাবর্তন অনুষ্ঠান হলো। অনুষ্ঠানে কৃতিদের ডিগ্রি প্রদান করা হয়। এবছর সমাবর্তন অনুষ্ঠানে ২০২৩ শিক্ষা বর্ষের শেষে ১১৪৮ জন  এবং ২০২৪ শিক্ষা বর্ষের শেষে ১১৫০ জন  ডিগ্রি প্রদান করা হয়। তাছাড়া ১৫৬ জনকে পিএইচডি,৭৬ জনকে গোল্ড মেডেল,৪ জনকে বেস্ট প্রজেক্ট সন্মান দেওয়া হয়েছে। সর্বপরি ৩প্রাক্তনীকে বিশেষ সন্মান দেওয়া হয় এদিন।এই অনুষ্ঠানে  কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করে বক্তব্য রাখেন।শিক্ষা প্রতিমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা ক্ষেত্রে এন আই টি দুর্গাপুরের অবদান তুলে ধরেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ডঃ সঞ্জীব কুমার যোশী। তিনি বক্তব্য রাখেন অনুষ্ঠানে।এন আই টির ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে এবং বিশিষ্ট বিজ্ঞানী ডঃ সঞ্জীব কুমার যোশী কৃতিদের এদিন ডিগ্রি এবং মেডেল প্রদান করেন। ডঃ সঞ্জীব কুমার যোশী বক্তব্য রাখতে গিয়ে কৃতিদের জীবনে আরো সফলতা কামনা করেন।ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে বক্তব্য রাখতে গিয়ে বলেন চেষ্টা করলে সফলতা আসবেই।যিনি চেষ্টা করেন তার পরাজয় হয়না।এন আই টি দুর্গাপুরের এদিনের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে উৎসবের চেহারা নেয় এন আই টি চত্ত্বর।

 

error: Content is protected !!