ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, তুমুল বিক্ষোভ আই কিউ সিটি হাসপাতালে

শনিবার,২৮ শে সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : ভুল চিকিৎসায়  এক প্রসূতির মৃত্যুর অভিযোগে উত্তাল দুর্গাপুরের আই কিউ সিটি হাসপাতাল চত্বর। শনিবার রাতে মৃত প্রসূতির পরিজনরা হাসপাতাল চত্বরে দোষী চিকিৎসকের শাস্তি এবং ক্ষতিপূরণ দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে।জানা গেছে ২০ শে সেপ্টেম্বর দুর্গাপুরের বেনাচিতির মসজিদ মহল্লার ইসরাত জাহান ডেলিভারি জন্য ভর্তি হন।২১ তারিখে ইসরাত জাহানের সিজার হয়। সন্তান জন্ম দেবার পর থেকে ইসরাতের শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। শেষমেশ মৃত্যু হয় ইসরাতের (২৮)। অভিযোগ সিনিয়র চিকিৎসক ইসরাতের সিজার করেনি। জুনিয়র চিকিৎসককে দিয়ে সিজার করানো হয়। ভুল অস্ত্রপচার হয় । এরফলে ইসরাতের প্রসাব বন্ধ হয়ে যায়। শেষমেশ শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় ইসরাতের।আই কিউ সিটি হাসপাতালের সিইও সুপর্না সেনগুপ্ত চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন প্রসূতির বিভিন্ন জটিলতা ছিল আগে থেকে। খবর পেয়ে দুর্গাপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী,কমব্যাট ফোর্স গিয়ে অবস্থা সামাল দেবার চেষ্টা করছে।খবর সংগ্রহ করা পর্যন্ত আই কিউ সিটি হাসপাতালে রোগীর পরিজনরা বিক্ষোভ দেখাচ্ছেন‌ বলে জানা গেছে।

error: Content is protected !!