শনিবার,২৮ শে সেপ্টেম্বর ২০২৪
গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : আগামী ১৪ ই অক্টোবর দুর্গাপুরের দূর্গা পূজোর কার্নিভাল হবে । শনিবার দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে দূর্গা পূজো নিয়ে কোঅর্ডিনেশন মিটিং শেষে দুর্গাপুর পূর্ব বিধান সভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত সাংবাদিকদের ফের কার্নিভাল হবার কথা ঘোষণা করেন। মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় প্রথম বছর এবং দ্বিতীয় বছর দুর্গাপুরে দূর্গা পূজোর কার্নিভাল সাড়ম্বরে হয়। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দূর্গা পূজোর কার্নিভালে অংশ নেয়।তাই মুখ্যমন্ত্রীর কাছে কার্নিভালের অনুমোদন নিয়ে আমরা ফের এবছর দুর্গাপুরে দুর্গাপূজোর কার্নিভাল করতে চলেছি। মুখ্যমন্ত্রী আমাদের সব রকম সহযোগিতা করছেন।মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুরের ওমেন্স কলেজের সামনের রাস্তায় কার্নিভাল অনুষ্ঠিত হবে। দুর্গাপুরের বড় পূজো কমিটি গুলি এই কার্নিভালে অংশ নেবেন বলে মন্ত্রী জানান।
শনিবার সন্ধ্যায় দুর্গাপূজোর কার্নিভাল নিয়ে মিটিং ছিলেন জেলা শাসক পোন্নাবলাম এস, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী,এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, এস বি এস টিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,দুর্গাপুরের মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায়,ডিসিপি অভিষেক গুপ্তা সহ দুর্গাপুরের প্রশাসনিক কর্মকর্তারা । মিটিং শেষে মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর পূজোর কার্নিভাল নিয়ে কি বললেন শুনুন