NIT দুর্গাপুরে শনিবার ১৯ তম সমাবর্তন অনুষ্ঠান

শুক্রবার,২৭ শে সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিনিধি ,দুর্গাপুর : শনিবার দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ১৯ তম সমাবর্তন অনুষ্ঠান।এই  অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।NIT দুর্গাপুরের ডাইরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে শুক্রবার এক‌ সাংবাদিক সম্মেলন করে জানান শনিবার ১৯ তম সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে এন আই টি অডিটোরিয়ামে।এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সফল পড়ুয়াদের ডিগ্রি প্রদান করবেন। প্রফেসর অরবিন্দ চৌবে জানান ২০২৩ শিক্ষা বর্ষে সফল পড়ুয়া ১১৪৮ জনকে এবং ২০২৪ শিক্ষা বর্ষে ১১৫০ জনকে ডিগ্রি প্রদান করা হবে। তাছাড়া ১৫৬ জনকে phd এবং ৭৬ জনকে gold পদক দেওয়া হবে।৪জনকে বেস্ট প্রজেক্টের জন্য পুরষ্কৃত করা হবে এবং ৩ জন প্রাক্তনীকে বিশেষ সন্মান প্রদান করা হবে। শনিবার সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে এন আই টি চত্ত্বরে উৎসবের আমেজ।

error: Content is protected !!