সরকারি অনুদান নিতে অস্বীকার বিধান নগরের গ্রুপ হাউসিং দূর্গাপূজো কমিটির

সোমবার,২৩ শে সেপ্টেম্বর ২০২৪

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে  দুর্গাপুরের বিধান নগরের এক পূজা কমিটির রাজ্য সরকারের দেওয়া দূর্গাপূজোর অনুদান নিতে অস্বীকার করলো। দুর্গাপুরের বিধান নগরর গ্রুপ হাউসিং কো অপারেটিভ সোসাইটি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনকে এই‌ মর্মে একটি চিঠি দেয়। চিঠিতে রাজ্য সরকারের দেওয়া দূর্গা পূজোর জন্য ৮৫ হাজার টাকার অনুদান গ্রহন না করার কথা জানান পূজো কমিটির সদস্যরা।জানা গেছে  ৪৫ টি সমবায়ের সংখ্যা গরিষ্ঠ সদস্যরা  পরপর তিনবার মিটিং করে সরকারি অনুদান নিতে  রাজি হয়নি জানা গেছে।পূজো কমিটির উদ্যোক্তারা জানান এবছর অভয়ার বিচার চেয়ে আমরা সরকারের দেওয়া অনুদান নিচ্ছি না।পূজো কমিটির উদ্যোক্তারা জানান  এবার পুজোয় সবরকম অনুষ্ঠান বাতিল ও পুজোতে কোনো জলসা বা অন্য কোনো আয়োজন থাকছে না। আমাদের এবার একটাই দাবি  বিচার পাক নির্যাতিতা। দুর্গাপুরের ১৭৬ টি পূজো কমিটি এবছর রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা অনুদান নিচ্ছে যেখানে সেখানে বিধান নগরের গ্রূপ হাউসিং দূর্গাপূজো কমিটি সরকারের দেওয়া অনুদান নিতে অস্বীকার করে জেলা প্রশাসনকে চিঠি দেয়।এই ঘটনায় শিল্পাঞ্চল দুর্গাপুরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে। শুনুন বিধান নগর গ্রুপ হাউসিং দূর্গাপূজো কমিটি উদ্যোক্তা কি বলছেন

 

error: Content is protected !!