দূর্গাপুজোয় Tanishq নিয়ে এলো Aalo কালেকশন

রবিবার,২৯ শে সেপ্টেম্বর ২০২৪

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : পূজো মরসুমের জন্য এবার গহনার বাঙালিয়ানা Tanishq এর‌ স্টোরে। বাঙালির মননের সঙ্গে সামঞ্জস্য রেখে দূর্গা পুজোয় Tanishq নিয়ে এলো বিশেষ সব ডিজাইনের আলো কালেকশন। দূর্গাপুজোয় মন্ডপে মা দূর্গার অলঙ্কারের বিভিন্ন ডিজাইন নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে Tanishq এর আলো কালেকশনে। গহনা প্রেমীদের জন্য দূর্গাপুজো উপলক্ষে গহনার উপর বিশেষ ছাড় ও দিচ্ছে Tanishq । দুর্গাপুরের সিটি সেন্টারের Tanishq এর  স্টোরে দূর্গা পূজোর বিশেষ গহনার সম্ভার আলো কালেকশন বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে।২৯ শে সেপ্টেম্বর থেকে ৭ই অক্টোবর ‘২৪ পর্যন্ত এই বিশেষ ছাড় পাওয়া যাবে। ৪৭৫ টাকা প্রতি গ্রাম সোনার  উপর এই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।দুর্গাপুরের সিটি সেন্টারের Tanishq স্টোরের ম্যানেজার তারক গাঙ্গুলি বলেন দূর্গাপুজো উপলক্ষে আলো কালেকশনে  প্রতি গ্রাম সোনার উপর ৪৭৫ টাকার বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।এই বিশেষ অফার চলবে ২৯ শে সেপ্টেম্বর থেকে ৭ই অক্টোবর পর্যন্ত। দূর্গা পূজোর মন্ডপে যেসকল কারুকার্য দেখা যায় গহনা প্রেমীদের জন্য সেই সকল ডিজাইন Tanishq এখন  পুজোর বিশেষ অফারে নিয়ে এসেছে আলোর সম্ভারে।

 

error: Content is protected !!