সিটি সেন্টারে ডি ওয়াই এফ আই মিছিলে তৃণমূলের হামলা বোমাবাজির অভিযোগ

বুধবার,২৮ শে আগস্ট ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : বুধবার বনধের বিকেলে দুর্গাপুরে ডিওয়াই এফ আই মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীদের হামলা বোমাবাজির ঘটনায় আহত হলেন কম করে ২১ জন ডি ওয়াই এফ আই কর্মী বলে দাবি। সিটি সেন্টারের বিমল দাশগুপ্ত স্মৃতি ভবনের সামনে রাখা সিপিএম কর্মীদের বহু বাইক।জানা গেছে আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় তিলোত্তমার বিচার চেয়ে ডিওয়াই এফ আই কর্মীরা বুধবার বিকেলে মিছিল বের করে।এক ই সময় তৃণমূল কংগ্রেস কর্মীদের বনধ বিরোধী একটি মিছিল বের হয়। দুই দল সামনাসামনি এলে সন্মুখ সমরে দু পক্ষের মধ্যে বচসা থেকে মারামারি, ইট বৃষ্টি এবং সর্বশেষ তৃণমূল কংগ্রেস কর্মীরা বোমাবাজি করে বলে অভিযোগ।গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।বোমের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। পথচারীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। পুলিশ বাহিনী থাকলেও পুলিশ গন্ডগোল নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। ঘটনার পর ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা ঘটনাস্থলে আসেন তিনি বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় দোষীদের ধরা হবে বলে জানান তিনি। ডি ওয়াই এফ আই নেতা রোহন শর্মা বলেন অনেক মহিলা ডিওয়াই এফ আই কর্মী মিলে মোট ২১ জনের মতো জখম হয়।আমরা এর বিচার চাই পুলিশের কাছে।রোহন শর্মা বলেন আমরা শান্তি পূর্ণ মিছিল করছিলাম,পুলিশের সামনে সব ঘটনা ঘটলো অথচ পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মীদের ধরলো না।সদ্য সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করা নেতা পঙ্কজ রায় সরকার বলেন  বিজেপি এবং ডিওয়াই এফ আই কর্মীরা যৌথ ভাবে মিছিল করছিল এখানে। সিপিএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী এই ঘটনার পর বলেন আমরা বিচার চেয়ে যে আন্দোলন করছি সেখান থেকে কোনভাবেই সরছি না আর এই ঘটনা থানায় অভিযোগ দায়ের করবো আমরা।

error: Content is protected !!