বুধবার,২৮ শে আগস্ট ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : বিজেপির ডাকা বুধবারের ১২ ঘন্টার বাংলা বনধ দুর্গাপুরে সেভাবে প্রভাব পড়েনি। দুর্গাপুর পশ্চিম বিধান সভার বিধায়ক লক্ষন ঘড়ুই এর নেতৃত্বে বিজেপি কর্মীরা সকাল থেকে দুর্গাপুরের বেনাচিতি বাজার সহ গোটা নাচন রোডে মিছিল বের করে। দোকানদারদের বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই দোকান বন্ধ রাখার অনুরোধ করেন। দোকানে দোকানে বিজেপি কর্মীরা ঘোরে দোকান পাট বন্ধ করতে।এই খবর পেয়ে স্থানীয় তৃনমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদের উপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হয়। বিধায়ক লক্ষন ঘড়ুইর হামলা চালায়। প্রাক্তন কাউন্সিলর নিমাই গঁরাই এর নেতৃত্বে হামলা চলে। বিজেপি কর্মীদের অভিযোগ নিমাই গঁরাই সরাসরি এসে বিধায়ক লক্ষন ঘড়ুই এর গলা ধাক্কা দেয়। এবং মারতে উদ্যত হয়। বিধায়কের নিরাপত্তা রক্ষীরা নিমাই গঁরাই কে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এবং বিধায়ক কে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। তৃণমূল কংগ্রেস কর্মীরা সঙ্গে সঙ্গে চড়াও হয় বিজেপি কর্মীদের উপর। দুপক্ষের মধ্যে তুলুন মারামারি শুরু হয়ে যায়। দুই পক্ষ কে দুদিকে সরিয়ে দিয়ে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় শেষমেশ।