সিপিএমের বিক্ষোভ সমাবেশে কুকথা গৌরাঙ্গের

বৃহস্পতিবার,২৯ শে আগস্ট ২০২৪

গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল : বাম আমলে  একসময় তার ভয়ে এই জেলায় বাঘে গরুতে  এক ঘাটে জল খেত।তার কথা ছাড়া পাণ্ডবেশ্বর খনি অঞ্চলে গাছের একটি পাতাও নড়তো না। পরিবর্তনের পর বিধান সভায় সারদা চিটফান্ড কান্ড নারদা নিয়ে এই গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের হুলুস্থুল কাণ্ড ঘটিয়েছেন কত।আজ বাম প্রদীপ নিস্প্রভ। টিমটিম করে জ্বলছে। গৌরাঙ্গ বাবু একজন পোড় খাওয়া নেতা। নেতৃত্বে  এখনো  তিনি প্রথম সারিতে রয়েছেন। সিপিএমের এই হোল টাইমার জানেন কিভাবে দলকে নেতৃত্ব দিতে হয়। দলীয় কর্মীদের উদ্ভুদ্ধ করতে হয়।তাই নেভার আগে আরেকবার সেই প্রদীপে জোর ফুঁ দিলেন সিপিএমের প্রতাপশালী জেলা সম্পাদক  গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের। দলীয় কর্মীদের তলানিতে ঠেকা  মনোবল বাড়াতে কুকথার আশ্রয় নিলেন। বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারে‌ ডি ওয়াই এফ আই কর্মীদের উপর তৃণমূল কংগ্রেসের বোমাবাজি হামলার প্রতিবাদে  বৃহস্পতিবার বিক্ষোভ সভায়  ভাষন দিতে গিয়ে জোশের মুখে‌ কুকথা বলে বসেন। তিনি তৃনমূলীদের’ শুয়োরের বাচ্চা ‘বলে শুয়োর মারার টেঠা অর্থাৎ বল্লভ তৈরির পরামর্শ দেন দলীয় কর্মীদের। দলীয় কর্মীদের ঝান্ডার তলায় শক্ত ডান্ডা নেবার পরামর্শ দেন।এই খবর চাউর হতেই বিতর্ক সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন এই কথা বললে উনাকে বাড়ি থেকে বের হতে দেবো আমরা।জেলার মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না।আমরা উনার বিরুদ্ধে এফ আই আর করবো বলে জানান নরেন্দ্রনাথ চক্রবর্তী।শুনুন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় কি বললেন এই বিক্ষোভ সভায় যা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে

 

error: Content is protected !!