কয়লা চাল চাপা পড়ে ঝাঁঝরা কোলিয়ারিতে মৃত এক,‌ আহত দুই

শনিবার,২৪ শে আগস্ট ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : ফের খনির নিচে দুর্ঘটনায়  মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। আহত আরো দুই। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইসিএলের ঝাঁঝরা কোলিয়ারীর থ্রি ফোর ইউনিটে। মৃত শ্রমিকের নাম নির্মল ভুইয়া বয়স আনুমানিক ১৯ বছর।

সূত্র মারফত জানা যায় প্রত্যেক দিনের মতোই গতকাল অর্থাৎ শুক্রবার নিজের কাজে যোগ দেন নির্মল। খনির নিচে মেশিনারির মাধ্যমে কয়লা উত্তোলনের বরাত পাওয়া একটি বেসরকারি সংস্থার অধীনে কাজ করতেন তিনি। রাত্রি সাড়ে বারোটা নাগাদ হঠাৎ কয়লার চাল চাপা পড়ে যায়, গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। এই ঘটনায় তার আরও দুই সহকর্মী গুরুতর আহত বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে এই কোলিয়ারীর সমস্ত শ্রমিক সংগঠনের লোকেরা শনিবার কোলিয়ারি চত্বরে জমায়েত হন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর তৃণমূল নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ক এই দিনের দুর্ঘটনা প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে মৃতর পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি জানান ইসিএল এবং বেসরকারি সংস্থা যারা খনির কয়লা উত্তোলনের কাজ করছেন, তারা বিন্দুমাত্র শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন না বলে অভিযোগ করেন তিনি। আর নিরাপত্তার গা ফেলতির কারণেই এইভাবে একটা তরতাজা যুবকের প্রাণ গেল। তিনি জানান, যে সংস্থার অধীনে কাজ করত নির্মল ভূঁইয়া, সেই সংস্থা পরিবারের একজনের চাকরি এবং ক্ষতিপূরণ বাবদ কুড়ি লক্ষ টাকা দেবেন, পাশাপাশি ইসিএল মৃতদেহ দাহ করার জন্য তিন লক্ষ টাকা ও খনির নিচে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে যে সকল সুযোগ সুবিধা আছে সমস্ত কিছুই দাবি করা হয় এদিন।

error: Content is protected !!