শনিবার ,২৩ শে আগস্ট ২০২৪
গনেশ চক্রবর্তী ,নিউজ বাংলা ডিজিটাল : ২৩ শে আগস্ট জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।২৩ শে আগস্ট গতবছর চন্দ্রা ভিযান ৩ সফল হয়। ভারতের ইতিহাসে এক উজ্জ্বল দিন।ইসরোর বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানীদের অক্লান্ত প্রচেষ্টায় ভারতের দীর্ঘদিনের স্বপ্ন সফল হয়। বিশ্বের দরবারে ভারত মহাকাশ গবেষণায় বিশেষ স্থান অর্জন করে। দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির কনফারেন্স হলে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।এন আই টির ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে মহাকাশ দিবস উপলক্ষে কনফারেন্স হলে সরাসরি ইসরো থেকে সম্প্রচার দেখানোর ব্যবস্থা করেন পড়ুয়াদের। চন্দ্র ভিযান ৩ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।