খেলার খবর : ক্যারেটের আসরে সাংসদ কীর্তি আজাদ

শনিবার,২৪ শে আগস্ট ২০২৪

গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল :দুর্গাপুরের সিটি সেন্টারের  সিধুকানু ইনডোর স্টেডিয়ামে দুদিনের ক্যারাটে প্রতিযোগিতার আসর বসে। ন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের স্টেট লেভেল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় তিনশ প্রতিযোগি অংশ নেয় এই প্রতিযোগিতায়। শনিবার বর্ধমান দুর্গাপুর লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ সিধু কানু ইনডোর স্টেডিয়ামের এই ক্যারাটের আসরে যান। পাশে থাকার আশ্বাস দেন।বেশকিক্ষন কচিকাঁচাদের সঙ্গে সময় কাটান।

ক্ষুদে প্রতিযোগিদের উৎসাহ দেন। কচিকাঁচাদের সঙ্গে মজা মস্করা করতে মাঠে বসে পড়েন। সাংসদ কীর্তি আজাদ প্রতিযোগিদের সফলতা কামনা করেন। এদিন ক্যারাটে ফেডারেশনের রাজ্য কর্তা গোপাল চন্দ্র সরকার বলেন অলিম্পিকে ভারত তখন ই অংশ গ্রহণ করতে পারবে যখন আমাদের দেশে একটি মাত্র ক্যারাটে সংগঠন করা হবে। কেন্দ্রীয় সরকারের এটাই নিয়ম।আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি বলে দাবি করেন গোপাল বাবু।

error: Content is protected !!