বুধবার,২১ শে আগস্ট ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : আর জি করের ঘটনায় সারা দেশ উত্তাল। দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে রাজ্য জুড়ে আন্দোলন চলছে।নারী সুরক্ষা নিয়ে উঠছে নানা প্রশ্ন। মহিলারা সুরক্ষার দাবিতে রাস্তায় নেমে মিটিং মিছিল করছেন প্রতিদিন।নারী সুরক্ষা নিয়ে যখন রাজ্য উত্তাল তখন দুর্গাপুরের গোপাল মাঠের ফুল ব্যবসায়ী মনু ঘোষের দাবি তিনি এমন একটি ছোট্ট ডিভাইস তৈরি করছেন যাতে মহিলারা সঙ্গে রাখলে নিরাপদেই থাকতে পারবেন।কি সেই ডিভাইস? মনুর দাবি এটি একটি ছোট্ট ইলেকট্রনিক ডিভাইস।যাতে ব্যাটারি প্যাক আপ আছে ৬০০ ভোল্ট।এই ছোট্ট ডিভাইসটি সঙ্গে রাখলে বিপদ কালে এটি ব্যবহার করলে মহিলারা আপদকালীন সুরক্ষা পাবেন।এই ডিভাইসটি দুষ্কৃতিকে ৬০০ ভোল্টের ঝটকা দিতে সক্ষম বলে দাবি মনু ঘোষের। স্বাভাবিক ভাবেই মনুর এই দাবি সম্বলিত ভিডিও পোষ্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কেবলমাত্র এই ডিভাইসটি নয় মনু এর আগেও দশ সিটের বাইক চন্দ্রাভিযান, বিস্কুটের রাম মন্দির,রেল দুর্ঘটনা রুখতে সেন্সর সিস্টেম তৈরি বিভিন্ন মডেল তৈরি করে নেটিজেনদের নজর কেড়েছেন।দেখা যাচ্ছে এবার মনুর নারী সুরক্ষা কবচ এর নুতন ডিভাইস তৈরি ও নেটিজেনদের ট্রেন্ডিং এ রয়েছে। শুনুন মনুর কথা