এডিডিএ সরকারি জমি পুনরুদ্ধারের জন্য তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়‌ ভেঙ্গে দিলো

বৃহস্পতিবার ,১১ ই জুলাই ২০২৪

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নুতন চেয়ারম্যান কবি দত্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্গাপুরে সরকারি জমি পুনরুদ্ধারের কড়া পদক্ষেপ গ্রহণ করলেন। দুর্গাপুরের সিটি সেন্টারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এডিডিএ র জমি পুনরুদ্ধারের জন্য জবরদখল মুক্ত করতে বুলডোজার চালালেন। ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিটি সেন্টারে তৃণমূল কংগ্রেস দু’নম্বর ব্লক কার্যালয় সরকারি জমির উপর অবৈধভাবে গড়ে উঠেছিল, আর সেই কার্যালয়ে দিন কয়েক আগেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে নোটিশ দেওয়া হয়, এরপর তৃণমূল কর্মী সমর্থকরা নিজেরাই অফিস থেকে জিনিসপত্র বার করে নেয়। বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বুলডোজারে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় তৃণমূল কার্যালয়টি । এই ঘটনার প্রতিক্রিয়া দেন দু নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। তিনি বলেন নোটিশ আশার পরে আমরা নিজেরাই টিনের সেট খুলে দিই এবং ভেতরের আসবাবপত্র বার করেনি। লোকসভা নির্বাচন সহ একাধিক নির্বাচন এই কার্যালয় থেকে পারিচালনা করা হয়েছে। সত্যি এই দলীয় কার্যালয় টি সরকারি জমির উপর ছিল।আজ এডিডিএ তা ভেঙ্গে দেয়। বৈষম্য না করে এডিডিএ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙ্গে দেয় এটা সমাজে উন্নয়ন নিয়ে চরম সতর্ক বার্তা দেওয়া হলো।

 

error: Content is protected !!