বৃহস্পতিবার,১১ ই জুলাই ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল্য: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্গাপুরের সিটি সেন্টারের
সরকারি জমি পুনরুদ্ধারের জন্য আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ প্রথমে মাইকিং তারপর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় জবরদখল করে তৈরি করা সব দোকান।বাদ যায়নি শাসকদলের কর্মীদের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় গুলি। এবার দুর্গাপুরের অন্যতম ব্যস্ত রাস্তায় যানজট মুক্ত করতে উদ্যোগী হলো দুর্গাপুর নগর নিগম। ফুটপাত থেকে জবরদখল মুক্ত করতে দুর্গাপুর নগর নিগম থেকে মঙ্গলবার নাচন রোডে প্রথমে মাইকিং করা হয়। তারপর নির্দিষ্ট সময় সীমা অতিক্রান্ত হলেই দুর্গাপুর নগর নিগম ফুটপাত মুক্ত করতে কঠোর অবস্থান নেবে এইকথা ঘোষণা করা হয়। মঙ্গলবার এই ঘোষণা হবার পর বুধবার ফের পুলিশ গোটা এলাকা পরিদর্শন করে।দেখা যায় বুধবার রাতেই দুর্গাপুরের প্রান্তিকা এলাকায় বেশকিছু দোকানদার নিজেরাই নিজেদের অবৈধ দোকানের বেশকিছু অংশ ভেঙ্গে ফেলে দেয়। অনেক দোকান দার নিজেরাই ফুটপাত থেকে সরে যাবার কথা বলেন।